বুধবার ০১ মে ২০২৪
Online Edition

নারী দিবসে শতবর্ষী বিদ্যালয় পরিদর্শন করবেন নারী ক্রিকেটার 

স্পোর্টস রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবার দারুণ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী দিবস উপলক্ষে আজ বাংলাদেশ নারী ক্রিকেট দল খুলনার একটি শতবর্ষী বালিকা বিদাল্যায় পরিদর্শন করবে। সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় নামে শিক্ষা প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয় ১৯১২ সালে। ১১২ বছর বয়সী এই প্রতিষ্ঠানে দুই হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত। গতকাল বিকেলে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি’র মিডিয়া বিভাগ। আজ বিকেলে ৩টায় স্কুলটি পরিদর্শন করবেন নিগার সুলতানা জ্যোতি-মারুফা আক্তারা। এ সময় শিক্ষার্থীদের খেলায় মনোযোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন লাল-সবুজের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা নারী ক্রিকেটাররা। কয়দিন পরেই জ্যোতিদের ব্যস্ততা শুরু হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২১ মার্চ থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই সিরিজ। সবগুলো ম্যাচই হবে মিরপুরে।

অনলাইন আপডেট

আর্কাইভ